
পর্দা নামল ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্নে শুরু হওয়া ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ৩টি ভেন্যুতে সপ্তাহজুড়ে প্রদর্শিত হয় বিশ্বের ৩৭টি দেশের ১৭৯টি চলচ্চিত্র।
সমাপনী দিনে ক্ষুদে নির্মাতা আর অভিভাবকের পদচারণায় অন্যরকম আবহ মিলনায়তন জুড়ে। একে একে বিজয়ীদের নাম ঘোষণায় উল্লাসে ফেটে পড়ছেন সবাই।
এবারের আয়োজনে দেশীয় শিশু নির্মাতা বিভাগে ৫টি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। যেখানে সেরার পুরস্কার জিতে নেয় ‘টেনোর’। আগামীর পথচলায় এ স্বীকৃতি বড় ভুমিকা রাখবে বলে জানান বিজয়ীরা।
তরুণ বাংলাদেশি নির্মাতা বিভাগে পুরস্কার জিতে নেয় ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির ‘মাটি’।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, মৌলবাদী ও দেশবিরোধীদের ষড়যন্ত্র রুখতে চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।
এবারের আয়োজনে আন্তর্জাতিক বিভাগে ‘আন্ডার দ্য স্টক’স নেস্টের’ জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নেন ‘আনি ওগানেসান’।
Published In SomoyNews