Frequently Asked Questions

CATEGORY: Film Competition

তোমার বয়স যদি ১৮ এর নিচে হয় এবং তুমি যদি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে চাও তাহলে তুমি তোমার মনের যেকোন কল্পনা কে চলচ্চিত্রে রূপ দিতে পার।

[If your age is below 18 and you want to participate on Flim Festival then you can try to give a new face on your imagination to a film]

আমাদের উৎসবে তিনটি প্রতিযোগিতা বিভাগ রয়েছে, প্রথম বিভাগে অনুর্ধ্ব ১৮ বছর, দ্বিতীয় বিভাগে ১৯ থেকে ২৫ বছর এবং তৃতীয় বিভাগে অনুর্ধ্ব ২৫ বছর বয়স পর্যন্ত যেকোন চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করতে পারবে।

[We have three groups in our competition, the age limit for the first group is less than 18 years, 19 years to 25 years for the second group, and for the third group the participants should be older than 25.]

চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের কোন বয়স সীমা নেই । চরিত্রের প্রয়োজনে যেকোন বয়সের যেকোন শিল্পী অভিনয় করতে পারবে ।

[Therer is no age limit for actors or actress. Any artist can act depending on the character.]

প্রথম বিভাগে সর্বোচ্চ বিশ (২৫) মিনিট, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে সর্বোচ্চ পচিশ (২৫) মিনিটের চলচ্চিত্র নির্মাণ করা।
[For the first group it should maximum 25 minutes long and maximum of 25 minutes long for second and third group]

বাংলাদেশ প্যানারমা বিভাগে জমা দেয়া যাবে, একটি প্রতিযোগিতার বাইরে একটি বিভাগ। এবং সেক্ষেত্রে চলচ্চিত্র টি অবশ্যই শিশুতোষ হতে হবে।
[You can present it to Bangladesh Panoroma group. It’s a group not Related to the competition. In that case the film must have to be made for the children.]

অবশ্যই পাঠানো যাবে, কিন্তু সেক্ষেত্রে যেকোন একটি চলচ্চিত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকে।
[Of course you can send multiple films. But the chances are only one will get selected.]

যেকোন ফরম্যটে এবং যেকোন ক্যামেরায় চলচ্চিত্র বানানো যাবে । এমনকি হাতে থাকা মোবাইল এর ক্যামেরাতেও দৃশ্য ধারন করে চলচ্চিত্র বানানো যাবে। মনের কল্পনায় থাকা যেকোন বিষয় নিয়ে চলচ্চিত্র বানানো যাবে।
[You can make films in any format with any types of camera. It could even be a cellphone camera. You can make films with any imaginations on your mind.]

তুমি তোমার মনের যেকোন কল্পনা কে চলচ্চিত্রে রূপ দিতে পার।
[You cross your mind at any imagination to form a film]

প্রতিযোগিতার বিভাগে দিতে চাইলে বিভাগগুলোর নিজস্ব শর্তগুলো দেখে নাও। আর বাংলাদেশ প্যানোরমাতে দিতে চাইলে তুমি পূর্ণদৈর্ঘ্য বা স্বল্পদৈর্ঘ্য যে কোনভাবে ছবি দেবার বেলায় স্বাধীন।
[If you want to submit it in the competition division, then please take a look at the conditions of the respective categories. Otherwise, if you want to submit it to the Bangladesh Panorama category then you are free to submit both full-length or short-lengthed film.]

হ্যাঁ, এক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই।
[Yes,there is no limitation.]

হ্যাঁ, তুমি তোমার মনের যেকোন কল্পনা কে চলচ্চিত্রে রূপ দিতে পার।
[Yes, You cross your mind at any imagination to form a film.]

CATEGORY: Film Submission

তোমার বয়স যদি ১৮ এর নিচে হয় এবং তুমি যদি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে চাও তাহলে তুমি তোমার মনের যেকোন কল্পনা কে চলচ্চিত্রে রূপ দিতে পার।

[If your age is below 18 and you want to participate on Flim Festival then you can try to give a new face on your imagination to a film]

অনলাইন নিবন্ধনের পরে রেজিস্ট্রেশন কোড উল্লেখপূর্বক ভিডিও ফাইলটা একটা ডিভিডি’তে MPEG, MP4, AVI, MKV বা MOV ইত্যাদি কোন একটি ফরম্যাটে কপি করে আমাদের ঠিকানায় পাঠাতে হবে। তবে অনলাইনেও ভিডিও ফাইল পাঠানো যাবে। এক্ষেত্রে অনলাইন নিবন্ধনের পরে রেজিস্ট্রেশন কোড উল্লেখপূর্বক ভিডিও ফাইলটির ডাউনলোডযোগ্য অনলাইন লিঙ্ক ইমেইল করে পাঠাতে হবে এই ঠিকানায়: [email protected]

After getting a registration code, you can send us a DVD package with the video file in the formats i.e. MPEG, MP4, AVI, MKV or MOV. You can also send us the file via online. In that case, send us a downloadable link of the video file to [email protected]

চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের কোন বয়স সীমা নেই । চরিত্রের প্রয়োজনে যেকোন বয়সের যেকোন শিল্পী অভিনয় করতে পারবে ।

[Therer is no age limit for actors or actress. Any artist can act depending on the character.]

ভিডিও যেকোন ফরম্যাটে বানানো যাবে কিন্তু পাঠানোর ক্ষেত্রে একটা ডিভিডি’তে VOB, MPEG, MP4, AVI, MKV বা MOV ইত্যাদি কোন একটি ফরম্যাটে পাঠাতে হবে।
[Video can be made in any format but you’ve to send it in VOB, MPEG, MP4, AVI, MKV or MOV format ( Any format mentioned here will do)]

একটি ডিভিডি তে শুধু মাত্র একজন ডিরেক্টর বা পরিচালকের একটি মাত্র চলচ্চিত্রই পাঠানো যাবে।
[Only one directors film can be sent in a dvd]

ফিল্মের জন্য একটি। তবে বাড়তি ফাইল যথা- ট্রেলার, ওয়ালপেপার, মেকিং ইত্যাদি অালাদা ডিভিডিতে দিতে হবে।
[One for film.However, the additional files as trailer,wallpaper,making etc has to submit in additional dvd.]

একই সময়ে মাত্রাধিক সংযোগ পেলে ব্যস্ত সার্ভার হঠাৎ হঠাৎ এমন অনাকাঙ্খিত অাচরণ করতে পারে। এক্ষেত্রে অপেক্ষা করে পুনঃ পুনঃ চেষ্টা করার পরামর্শ রইল। জরুরি ক্ষেত্রে উৎসব কর্তৃপক্ষকে অবগত রাখাটা বুদ্ধিমানের কাজ হবে।
[If at the same time exceeding the connection you may get unwanted behavior from the server.The advice is to wait and try to recreate recreate.In case of emergency it would be wise to keep informing the festivals authorities]

ছদ্মনাম ব্যবহার না করাকেই আমরা উৎসাহিত করব, আর যদি করেই থাক তাহলে সার্টিফিকেট এবং আইডি কার্ড সব সেই নামেই হবে।
[We will not encourage to use pseudonym; however, if you do, all the certificates and id cards will be in pseudonym.]

অনলাইনে সাবমিট করার পরে ডিভিডি যে কোন পন্থাতেই পৌঁছানো যাবে।
[After the online submission, you can send the DVD however you like.]

অন্য যে কোন সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে। একইসাথে নিজের স্বার্থেই জন্মসনদ উত্তোলনের কাজে মনোনিবেশ করার পরামর্শ থাকবে।
[Any other documents to be submitted to the government. At the same time there will be encouraged to focus on the uptake birth certificate own interest.x]

CATEGORY: Joining CFS

ভলান্টিয়ার হবার জন্য বয়স কোন বাধা নয়। সকল শিশুর জন্য সমান অধিকার।
[Age doesn’t matter being a volunteer.]

উৎসব চলাকালীন প্রত্যেক ভলান্টিয়ারই কোন একটি উপদলের সাথে কাজ করে, যেখানে প্রত্যেকের অংশগ্রহণই উৎসবের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। তাই ডেলিগেটদের জন্য আয়োজিত কর্মশালাগুলোতে অধিকাংশ ভলান্টিয়ারদেরকেই অনিচ্ছাস্বত্তেও অনুপস্থিত থাকতে হয়।
[During the festival every volunteer needs to work in a team, where everyone’s participation is important,important for the success of the festival. For this reason, the volunteers must to attend the festival despite of their wills.]

© 2024 Children's Film Society Bangladesh

This website is designed & supported by Hootum Bangladesh Limited

Log in with your credentials

Forgot your details?