৭ম দিন: শেষ হলো ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের শেষ দিন আজ।

আজ দুপুরে ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল ক্ষুদে নির্মাতাদের প্রশংসাপত্র প্রদান করেন।

বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, ‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম এবং উৎসব পরিচালক আবীর ফেরদৌস।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ক্ষুদে নির্মাতারা পুরষ্কৃত হন। শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় সেরা ছবির পুরষ্কার পেয়েছে ক্ষুদে নির্মাতা এস এম আজমাইন আওসাফ অর্ণব নির্মিত চলচ্চিত্র ‘ওয়ান টু থ্রি’। ২য় সেরা ছবি নির্বাচিত হয়েছে ইশমাম নাওয়ারের ‘ফ্রেন্ড’ চলচ্চিত্রটি। ৩য় পুরষ্কার পেয়েছে সামিন কাদের নির্মিত ‘শ্যাডো’। এছাড়া বিশেষ পুরষ্কার পেয়েছে শারমিন আকতার তনিমার ‘ফিল্ম ক্রেজি’ এবং ফাহিম আহমেদ এর ‘জার্নি বাই লাইফ’। আন্তর্জাতিক শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছে ।

আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বড়দের তৈরি ছবির মধ্যে ছিল তিনটি পুরষ্কার। যেখানে সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে বারনি গোলব্লাট পরিচালিত, নিকোলাস অ্যানথোমে প্রযোজিত ‘ওয়ালে’ চলচ্চিত্রটি। সেরা ¯^ল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে ম্যাক্সিম উব্যার্ট পরিচালিত, অদ্রে দে ল্যাখোস প্রযোজিত ‘দ্য বীপ টেস্ট’। এছাড়া আন্তর্জাতিক বিভাগির সেরা পরিচালকের পদকটি পেয়েছেন আদ্রিয়ান গোইজিঙ্গার ‘দি বেসটে আলার ভেলটেন’ চলচ্চিত্রের জন্য এবং সেরা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা পদকটি পেয়েছেন রাধেয়া জেগাথেভা, ‘আয়রানি’ চলচ্চিত্রের জন্য।

উৎসবে ১৮-২৫ বছর বয়সীদের বিভাগে পুরষ্কার পায় তানজিনা রহমান নির্মিত চলচ্চিত্র ‘ফিউনারেল’। আর ‘নারীর প্রতি সহিংসতা’  বিষয়ের উপর সামাজিক চলচ্চিত্র বিভাগে পুরষ্কার পেয়েছে ফারহা জাবিন ঐশি’র ‘ড্রেড’।

উল্লেখ্য, ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যোগে আয়োজিত এ উৎসবে ঢাকায় মোট ৬টি ভেন্যুতে ৫৮টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Tags:
0 Comments

Leave a reply

© 2024 Children's Film Society Bangladesh

This website is designed & supported by Hootum Bangladesh Limited

Log in with your credentials

Forgot your details?