১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এর তৃতীয় দিন আজ।চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত উৎসবে ঢাকার মোট ৬টি ভেন্যুতে ৫৮টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনের চলচ্চিত্রপ্রদর্শনীতে আজ উপস্থিত ছিল মেহেরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনিভার্সিটিল্যাবরেরটরি স্কুল এন্ড কলেজএবং সিলভার লাইনিং গ্রামার স্কুলের শিক্ষার্থীরা। উৎসব ভেন্যু আলিয়াস ফ্রসেঁজের প্রদর্শনউপস্থিতীতে ছিল জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলএবং গোয়্যেটে ইনস্টিটিউট এ সাউথ ব্রিজ স্কুলের শিক্ষার্থীদের প্রাণোচ্ছল পদচারণায় মুখর ছিলউৎসব প্রাঙ্গন।
আজ বনানী প্লাটিনাম সুইটস সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি কর্মশালা অনুষ্ঠিত কর্মশালাটি হয়। কর্মশালাটি পরিচালনা করেন মার্ক বিশপ (ব্রিটিশ কাউন্সিল)। শূন্য বাজেটে এবং মোবাইল ফোনের সাহায্যে কিভাবে চলচ্চিত্র নির্মাণ করা যায় সে বিষয় সম্পর্কে আজকের ‘জিরো বাজেট, জিরো এক্সপেরিয়েন্স’ শীর্ষক কর্মশালায় আলোকপাত করা হয়।
আগামীকাল যা যা হবে:
ভারতের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ ডিজাইন’ এর ফিল্ম এন্ড ভিডিও কমিউনিকেশন বিভাগের অধ্যক্ষ অরুন গুপ্তার পরিচালনায় থাকছে আরও একটি কর্মশালা।
সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনেঅনুষ্ঠিত হবেচলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এর শিশুতোষ চলচ্চিত্র “আঁখি ও বন্ধুরা”এর ফেস্টিভ্যাল প্রিমিয়ার।
একই দিনে সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সেলিব্রেটি আড্ডায় তরুন নির্মাতাদের সময় কাটাবেন নারী অভিযাত্রী নাজমুন নাহার।
Tags: ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব