১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এর পঞ্চম দিন আজ। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত উৎসবে ঢাকার মোট ৬টি ভেন্যুতে ৫৮টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।
সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের পরিচালনায় কর্মশালায় অংশ নেন ক্ষুদে নির্মাতারা। কর্মশালায় ভিডিও স্টোরি টেলিং এন্ড ডিরেকশন এর উপর তিনি আলোকপাত করেন।
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনের চলচ্চিত্র প্রদর্শনীতে আজ উপস্থিত ছিল একাডেমিয়া আউটস্ট্যানডিং ইংলিশ মিডিয়াম স্কুল এবং মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসব ভেন্যু গোয়েটে ইনস্টিটিউটের প্রদর্শনীতে উপস্থিত ছিল আমার পাঠশালা স্কুল।
আগামীকাল যা যা হবে:
দুপুর ২টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে কিশোর বয়সে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া তিনজন মুক্তিযোদ্ধা, পদ্ম রাণী, আলম তালুকদার এবং মজিবর রহমান মানিক এর সাথে অন্তরঙ্গ আড্ডায় অংশ নেবে তরুণ নির্মাতারা।
একই দিনে বিকেল ৪টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে “সেলিব্রেটি আড্ডা”য় অংশ নেবেন তরুণ নির্মাতারা।
Tags: ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব