“বানাতে চাওয়া সিনেমাটাও তোমার যুদ্ধক্ষেত্রের মতই”

গত ১ ফেব্রুয়ারি আর্ট ও প্রোডাকশন ডিজাইনিং ও ডিরেকশন নিয়ে কাজ করা শিখিয়েছেন রঞ্জন রব্বানী। তিনি বেশ দীর্ঘ সময় ধরেই সিনেমায় আর্ট ও প্রোডাকশন ডিরেক্টর হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রথম কাজ করা হয় তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ সিনেমায়। স্থাপত্য কলা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা সত্ত্বেও সিনেমা জগতে পা রাখেন সিনেমার প্রতি ভালবাসার জন্য। স্থাপত্যকলার সঙ্গে সিনেমা কিভাবে এবং কেন জড়িত সে বিষয়ে বিস্তারিত জ্ঞানদান করেন।  সিনেমার সেট ও তার ডিজাইনিং সেই সিনেমার পুরো সেটআপ ও চিত্রায়ণ সঠিকভাবে তুলে ধরতে অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্থাপত্যশিল্পের মত প্রোডাকশন ডিজাইনইং ও সৃজনশীল চিন্তা ও কলাকৌশলের নিপূণ সমন্বয় দিয়ে পূর্ণতা অর্জন করে৷ তিনি তাঁর ক্যারিয়ার ও বিভিন্ন চলচ্চিত্রের কাজের অভিজ্ঞতার গল্পগুলো তুলে ধরলেন ক্ষুদে প্রতিনিধিদের সামনে। তিনি বলেন, “আমাদের সিনেমার সেটকে দেখতে হবে যুদ্ধক্ষেত্রের মত করে।” তাই তিনি সিনেমা বানানোর জন্যেও মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকার উপদেশ দিলেন। নামতে হবে সব প্রস্তুতি নিয়ে, সব বিষয়ে কিছুটা ভিত গেড়ে।   বাস্তব জীবনেও যুদ্ধক্ষেত্রের মতই মচকানো যাবে না কখনো! চলচ্চিত্র জগতের ক্ষেত্রেও সেতা একই রকম সত্য। আর দীর্ঘমেয়াদী অনুশীলনের গুরুত্বও তিনি আনেন তাঁর আলোচনায়। তাঁর মতে, বাঁশ যেমন কাঁচা থাকতেই বেড়া বানিয়ে ফেলতে হয়, তেমনি যেকোনো কাজে দক্ষতা অর্জনের জন্যও ছোটবেলা থেকেই সে সম্পর্কে বিস্তর অনুশীলন ও চর্চা প্রয়োজন। অনুশীলন ও পরিশ্রম দক্ষতা অর্জনের সাথে নৈপুণ্য ও চিন্তার ক্ষমতাও বাড়ায়। বেশ আনন্দ এবং উৎফুল্লতার সাথে শেষ হয় প্রোডাকশন ডিজাইনিং-এর উপর রঞ্জন রাব্বানির শিক্ষামূলক কর্মশালাটি।

-সামিরা সিফাত স্বর্ণা

0 Comments

Leave a reply

© 2023 Children's Film Society Bangladesh

This website is designed & supported by Hootum Bangladesh Limited

Log in with your credentials

Forgot your details?