১৪ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে ছিলেন। উৎসবের আয়োজন সম্পর্কে তিনি বলেন, এই আয়োজন তাকে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আশাবাদী করে। তিনি তাঁর ছোটবেলার কিছু মজার গল্পও শোনান। সিনেমার বিষয়ে তিনি বলেন, বিদেশি সংস্কৃতি যাতে চলচ্চিত্রে আমাদের সংস্কৃতিকে ম্লান না করে দেয় তাই দেশীয় ঐতিহ্য ও কৃষ্টির প্রকাশ সিনেমায় রাখতে তিনি উপদেশ দেন। বিভিন্ন মূল্যবোধ যাতে চলচ্চিত্রের মাধ্যমে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়ে দৃষ্টিপাত করতে ক্ষুদে নির্মাতাদের আহ্বান জানান। একই সাথে আমাদের উৎসব যাতে নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ আবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছেও পৌঁছায় সেই অভিমত প্রকাশ করেন তিনি।
“আয়োজকেরা সত্যিই প্রশংসার দাবিদার!”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এসেছিলেন উৎসবের বিশেষ অতিথি হিসেবে। উৎসবের আয়োজন সম্পর্কে তিনি বলেন, “অসাধারণ একটি আয়োজন, সবখানে প্রাণচাঞ্চল্যের ছোঁয়া। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই উৎসব হচ্ছে দেখে ভালো লাগছে।” মনোমুগ্ধকর সাজসজ্জার জন্য ও ব্যবস্থাপনার জন্য আয়োজকদের সাধুবাদ ও শুভেচ্ছা জানান তিনি। এছাড়াও মৌলবাদের প্রসারতার প্রবণতা রুখতে ফিল্ম সোসাইটি শুরু থেকেই শিশুদের মাঝে সুস্থ সংস্কৃতির চর্চায় কাজ করে যাচ্ছে, এই কারণে তারা অসংখ্য ধন্যবাদের দাবিদার, এই কথাও উল্লেখ করেন তিনি।