উৎসবের ৫ম দিন, ৩ ফেব্রুয়ারি, ফেস্টিভ্যাল সার্কিট বিষয়ে কর্মশালা পরিচালনা করেন আবু শাহেদ ইমন। তিনি একজন বাংলাদেশি পরিচালক, লেখক এবং চলচ্চিত্র সম্পাদক। তাঁর কর্মশালাটি ছিল মূলত ফিল্ম ক্রিটিসিজম এবং ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বিষয়ক।
তিনি বলেন, “বাংলাদেশী চলচ্চিত্র দেখানোর জন্য মান উন্নয়ন প্রয়োজন।” চলচ্চিত্রের খুঁটিনাটি বিষয়ে সাধারণ ধারণা বৃদ্ধি এক্ষেত্রে কাজে আসতে পারে। এরপর মান উন্নয়নের কিছু বিষয়ে আলোকপাতও করেন তিনি।
নিজের জীবনের গল্প এবং নিজের অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলেন তিনি। অল্প বয়স থেকেই চলচ্চিত্র জগতের প্রতি আগ্রহী হলেও পরিবার থেকে সম্মুখীন করতে হয় প্রতিকূলতার। পারিবারিক আপত্তির কারণে মিথ্যা কথা বলে ‘জার্নালিজম অ্যান্ড কমিউনকেশন’ কোর্স করতে সিঙ্গাপুর যান তিনি। ক্রিটিকদের জন্য তিনি বলেন, “ফিল্মটি তোমরা বানাবে নিজেদের জন্য, ভালো হলে দর্শকদের অভাব হবে না।” একজন ডেলিগেট নেটফ্লিক্সে বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্লাটফর্মে বাংলাদেশের চলচ্চিত্র দেখানোর জন্য মান উন্নয়ন প্রয়োজন।”
কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন ইমন। জীবনে বহুমুখী লক্ষ্য না রেখে একটি লক্ষ্য ঠিক করলে জীবনে সফলতা অর্জনের পথ অনেকটা সহজ হয়ে যায় বলে তিনি মনে করেন। এছাড়া অন্যের স্বপ্নের চেয়ে নিজের স্বপ্নকে গুরত্ব দিতে এবং নিজেকে ভালোবাসা শিখতে বলেন তিনি। জীবনে ভালো করতে হলে সময়ের সদ্ব্যবহার করার বিষয়টিতেও তিনি জোর দেন। তাঁর সবচেয়ে সুন্দর কথাটি ছিল, “অন্যের উপর আঙ্গুল না তুলে, নিজের উপর আঙ্গুল তুলতে শেখো।” এভাবে আড্ডা এবং জীবনমুখী শিক্ষার মাধ্যমে শেষ হয় সেশনটি।
-আয়েশা এ চৌধুরী।