Submission Process

Watch the film submission process!

REGISTER YOUR FILM

By filling out the online submission form

 You have to register your film first through the online film submissions form which is available at festival.cfsbangladesh.org.

This phase may require the following things:

  1. Your personal information including your short biography and filmography as the director.
  2. Detailed information of your film including the technical details, full cast and credit list etc.
  3. Synopsis of the film both in English as well as in the original language i.e. generally Bangla.
  4. Photograph of the director.
  5. At least 3 still photographs from the film.

PREPARE YOUR FILM

After the registration, it’s time to prepare your Film.

Online Version of the Film: We consider online submission/file sending for films to avoid inconveniences of money and time.

Or,

DVD Pack: Write the video file of the film in a DVD. You can write the video in MPEG, MP4, AVI, MKV, MOV etc format.

The following papers must be sent in the DVD package or via Email:

  1. Xerox (for DVD package)/Scanned (for Email) copy of your birth certificate, national ID card and passport. (Any of the mentioned documents
    proofing your age for the Child Filmmaker’s Section, Young Bangladeshi Filmmaker’s Section)
  2. The consent letter with parent’s signature on it. (For the child filmmaker’s section)
    For Email, scanned copy is required.

The following materials are advised to enclose with the DVD/Email:

  1. Posters in Hard/Soft Copy (if any)
  2. Banners in Hard/Soft Copy (if any)
  3. DVD Cover in Hard Copy (if any)
  4. Film trailer/teaser (if any)
  5. Making of the film/any other extra video (if any)

SEND THE FILM

Once your DVD package is ready, send it to us as soon as possible.

  1. Do not forget to write down your Registration Code on the package.
  2. The package should be clearly mentioned that: “NO COMMERCIAL VALUE, FOR CULTURAL PURPOSES ONLY.”
  3. Then send the package to the address given below:
    Shahariar Al Mamun

    Festival Director, International Children’s Film Festival Bangladesh
    Children’s Film Society Bangladesh,
    4th Floor, 49/1 Babar Road,
    Mohammadpur, Dhaka 1207, Bangladesh

Or,

You can also send your film via online.

  1. You may email us the film via Google Drive, Dropbox, Vimeo or We Transfer etc.
  2. Do not forget to mention your Registration Code in the email.
  3. Send the downloadable film file to [email protected]
  1. Age limit: Any Bangladeshi child filmmaker up to 18 years of age will be eligible for competition.
  2. Production time: The film that been produced within 3 years prior to the festival date is eligible to participate in the competition.
  3. Story selection: There’s no such boundary for the selection of the story. You are requested to consider that the story cannot be offensive towards the liberation war and the history of Bangladesh and people from any ethnic group or race.
  4. Copyright and Authenticity: The idea, story, script, and screenplay of your film have to be authentic, and cannot be imitated from any works of others. There must not be a violation of anyone’s copyright in the film.
  5. The privacy policy of the contents: The information, photos, and footage used in the film can be used for different purposes probably in various publications or promotional materials by the festival authority.
  6. Privacy and permissions: There should have proper permissions from the people to be appeared on the screen, at least there should be a clearance of no offensive approach by people’s privacy.
  7. Credits: You must put on the credits of people or company or any entity that holds the copyright of anything you use in your film.
  8. Censorship issues: The entire film, as well as any part of it, cannot consist any content that hurts people from any racial and religious community, and contents that is not appropriate to be screened before the particular audience group of the festival who are aged below 18.
  1. Age limit: Any Bangladeshi young filmmaker aged between 19-25 years.
  2. Production time: The film that been produced within 2 years prior to the festival date is eligible to participate in the competition.
  3. Duration: Maximum 25 minutes.
  4. Story selection: There’s no such boundary for the selection of the story. You are requested to consider that the story cannot be offensive towards the liberation war and the history of Bangladesh and people from any ethnic group or race.
  5. Copyright and Authenticity: The idea, story, script and screenplay of your film have to be authentic, and cannot be imitated from any works of others. There must not be a violation of anyone’s copyright in the film.
  6. The privacy policy of the contents: The information, photos and footage used in the film can be used in different purposes probably in various publications or promotional materials by the festival authority.
  7. Privacy and permissions: There should have proper permissions from the people to be appeared on the screen, at least there should be a clearance of no offensive approach by people’s privacy.
  8. Credits: You must put on the credits of people or company or any entity that holds the copyright of anything you use in your film.
  9. Censorship issues: The entire film, as well as any part of it, cannot consist any content that hurts people from any racial and religious community, and contents that is not appropriate to be screened before the particular audience group of the festival who are aged below 18.
  1. Age limit: No age limit.
  2. Production time: The film that has been produced within 2 years prior to the festival date is eligible to participate in the competition.
  3. Duration: No time limit.
  4. Story Selection: The story must be about or related to the theme announced for the current year. This year, we invite you to make a film on the topic— Safe Internet for Everyone. You can hover around the ideas of cyber security, net neutrality, free speech, safe internet, parental control, child protection, fear of internet etc. But not limited to this.
  5. Copyright and Authenticity: The idea, story, script, and screenplay of your film have to be authentic, and cannot be imitated from any works of others. There must not be a violation of anyone’s copyright in the film.
  6. The privacy policy of the contents: The information, photos, and footage used in the film can be used for different purposes probably in various publications or promotional materials by the festival authority.
  7. Privacy and permissions: There should have proper permissions from the people to be appeared on the screen, at least there should be a clearance of no offensive approach by people’s privacy.
  8. Credits: You must put on the credits of people or company or any entity that holds the copyright of anything you use in your film.
  9. Censorship issues: The entire film, as well as any part of it, cannot consist any content that hurts people from any racial and religious community, and contents that is not appropriate to be screened before the particular audience group of the festival who are aged below 18
  1. Age limit: There is no age limit for this section.
  2. Production time: The film that been produced within 2 years prior to the festival date is eligible to participate in the competition.
  3. Story selection: There’s no such boundary for the selection of the story. You are requested to consider that the story cannot be offensive towards the liberation war and the history of Bangladesh and people from any ethnic group or race.
  4. Copyright and Authenticity: The idea, story, script, and screenplay of your film have to be authentic, and cannot be imitated from any works of others. There must not be a violation of anyone’s copyright in the film.
  5. The privacy policy of the contents: The information, photos, and footage used in the film can be used for different purposes probably in various publications or promotional materials by the festival authority.
  6. Privacy and permissions: There should have proper permissions from the people to be appeared on the screen, at least there should be a clearance of no offensive approach by people’s privacy.
  7. Credits: You must put on the credits of people or company or any entity that holds the copyright of anything you use in your film.
  8. Censorship issues: The entire film, as well as any part of it, cannot consist any content that hurts people from any racial and religious community, and contents that is not appropriate to be screened before the particular audience group of the festival who are aged below 18.
  1. Film entry: There is a two-phase entry process. First is to submit your film through our official submission portal. To submit, visit: festival.cfsbangladesh.org
  2. Video file sending: After completing the entry form, you will get a unique registration code for your film. You must mention the registration code on your DVD as well as on your package, and send it to our address.
  3. Sending cost: DVD copy of the film/films should be sent to the festival authority by sender’s cost. The return cost (if applicable) will be beared by the festival authority.
  4. Online file transfer issues: “Video file submission” also accepted through online. All you have to do is send us a downloadable link of your film using services like Google Drive / Vimeo / Dropbox / We Transfer etc. But the entry must be done online before that.
  5. Video format: All films will be shown in DVD / Blu Ray / Digital Hard drive format. We do not accept 16mm or 35mm prints.
  6. Subtitle: Please make sure that your film has the English subtitles if the original language of the film is not Bengali or English. Also for English language films, it helps if the subtitle is on the screen.
  7. DVD burning issues for the child filmmakers: We encourage you to burn your film in DVD format unless the video print is unharmed. If there is a possibility to fall the quality in DVD video format, you should burn them into a Data DVD in their original format like mpeg, mp4, avi, mov etc.
  8. Teaser and trailer: We encourage you to make short teaser, trailer, making of the film as well as any other additional video of your film. In that case, do not forget to send those videos as well as any other photos along with your film.
  9. Additional elements: You are welcome to send additional souvenir along with the DVD like a poster, DVD cover etc. There is a possibility to showcase those things during the festival.

১। বয়সসীমা: বাংলাদেশের নাগরিক, ১৮ বছর বা এর কম বয়সী যে কোনো নির্মাতা এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। 

২। নির্মাণকাল: উৎসব শুরুর পূর্বের তিন বছরের ভেতর নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। তিন বছরের অধিক পুরোনো চলচ্চিত্র গ্রহণযোগ্য নয়।   

৩। গল্প নির্বাচন: গল্প নির্বাচনের ক্ষেত্রে তেমন কোনো নীতিমালা নেই। তবে নির্মাতাদের প্রতি অনুরোধ,  চলচ্চিত্রের গল্পটি যেন কোনোভাবেই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রতি এবং কোনো জাতিগত গোষ্ঠীর প্রতি অপমানজনক না হয়। 

৪। কপিরাইট ও স্বকীয়তা: চলচ্চিত্রটির মূল ভাবনা, গল্প এবং চিত্রনাট্যটি অবশ্যই নিজস্ব কাজ হতে হবে এবং অন্য কারো শিল্পকর্মের নকল হওয়া যাবে না। চলচ্চিত্রটির কোনো অংশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কপিরাইট বা স্বত্বাধিকার লঙ্ঘন করা যাবে না।   

৫। শিল্পকর্মের ব্যবহার ও গোপনীয়তা নীতি: চলচ্চিত্রটির তথ্য, ছবি এবং যে কোনো অংশ উৎসব কর্তৃপক্ষ দ্বারা উৎসবের প্রচারকাজ-সহ অন্যান্য উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।    

৬। গোপনীয়তা ও অনুমতি: চলচ্চিত্রে প্রদর্শিত প্রত্যেক ব্যক্তির প্রদর্শনীর বিষয়ে সম্পূর্ণ সম্মতি থাকতে হবে।  প্রদর্শিত ব্য়ক্তিদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে না, তা উল্লেখ করে একটি অনাপত্তিপত্র অন্ততপক্ষে থাকতে হবে। 

৭। ক্রেডিটস: চলচ্চিত্রটিতে ব্যবহৃত যে কোনো কিছুর মালিকানা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম চলচ্চিত্রের ক্রেডিটসে সংযোজন করা বাধ্যতামূলক।

৮। ছাড়পত্রের শর্ত: সম্পূর্ণ চলচ্চিত্র এবং একই সাথে এর অংশবিশেষ ভিন্ন জাতি বা ধর্মের মানুষের জন্য অবমাননাকর হতে পারবে না অথবা অনূভূতিতে আঘাত আনতে পারবে না। চলচ্চিত্র নির্মাণের সময় দর্শকের বয়স বিবেচনা করে নির্মাণ করতে হবে যেন তা অনূর্ধ্ব ১৮ উপযোগী হয়।

১। বয়সসীমা : অংশ নেয়ার জন্য প্রতিযোগিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ১৯ থেকে ২৫ বছর বয়সী যে কোনো তরুণ নির্মাতা এই বিভাগে অংশ নিতে পারবেন। 

২। নির্মাণকাল : উৎসব শুরুর পূর্বের দুই বছরের ভেতর নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ২ বছরের অধিক পুরোনো চলচ্চিত্র গ্রহণযোগ্য হবে না। 

৩। সময়সীমা : সর্বোচ্চ ২৫ মিনিট। 

৪। গল্প নির্বাচন :গল্প নির্বাচনের ক্ষেত্রে তেমন কোনো নীতিমালা নেই। তবে নির্মাতাদের প্রতি অনুরোধ,  চলচ্চিত্রের গল্পটি যেন কোনোভাবেই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রতি এবং কোনো জাতিগত গোষ্ঠীর প্রতি অপমানজনক না হয়। 

৫। কপিরাইট ও স্বকীয়তা: চলচ্চিত্রটির মূল ভাবনা, গল্প এবং চিত্রনাট্যটি অবশ্যই নিজস্ব কাজ হতে হবে এবং অন্য কারো শিল্পকর্মের নকল হওয়া যাবে না। চলচ্চিত্রটির কোনো অংশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কপিরাইট বা স্বত্বাধিকার লঙ্ঘন করা যাবে না।      

৬। শিল্পকর্মের ব্যবহার ও গোপনীয়তা নীতি : চলচ্চিত্রটির তথ্য, ছবি এবং যে কোনো অংশ উৎসব কর্তৃপক্ষ দ্বারা উৎসবের প্রচারকাজ-সহ অন্যান্য  উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।    

 

৭। গোপনীয়তা ও অনুমতি : চলচ্চিত্রে প্রদর্শিত প্রত্যেক ব্যক্তির প্রদর্শনীর বিষয়ে সম্পূর্ণ সম্মতি থাকতে হবে।  প্রদর্শিত ব্য়ক্তিদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে না, তা উল্লেখ করে একটি অনাপত্তিপত্র অন্ততপক্ষে থাকতে হবে।       

৮। ক্রেডিটস: চলচ্চিত্রটিতে ব্যবহৃত যে কোনো কিছুর মালিকানা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম চলচ্চিত্রের ক্রেডিটসে সংযোজন করা বাধ্যতামূলক।

৯। ছাড়পত্রের শর্ত : সম্পূর্ণ চলচ্চিত্র এবং একই সাথে এর অংশবিশেষ ভিন্ন জাতি বা ধর্মের মানুষের জন্য অবমাননাকর হতে পারবে না অথবা অনূভূতিতে আঘাত আনতে পারবে না। চলচ্চিত্র নির্মাণের সময় দর্শকের বয়স বিবেচনা করে নির্মাণ করতে হবে যেন তা অনূর্ধ্ব ১৮ উপযোগী হয়। 

১। বয়সসীমা : বয়সসীমা নেই।

২। নির্মাণকাল : উৎসব শুরুর পূর্বের দুই বছরের ভেতর নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ২ বছরের অধিক পুরোনো চলচ্চিত্র গ্রহণযোগ্য হবে না।

৩। সময়সীমা : সময়সীমা নেই।

৪। গল্প নির্বাচন : চলচ্চিত্রের গল্পটি অবশ্যই উৎসবের এ আসরের ঘোষিত প্রসঙ্গ (থিম) অনুযায়ী হতে হবে। এ বছর আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবার জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়ের ওপর চলচ্চিত্র নির্মাণের জন্য। আপনি সাইবার নিরাপত্তা, নেট নিরপেক্ষতা, বাকস্বাধীনতা, নিরাপদ ইন্টারনেট,  শিশু সুরক্ষা, ইন্টারনেটের ভয় ইত্যাদি নিয়ে ভাবতে পারেন তবে এগুলোই সীমাবদ্ধ নয়।

৫।কপিরাইট ও স্বকীয়তা: চলচ্চিত্রটির মূল ভাবনা, গল্প এবং চিত্রনাট্যটি অবশ্যই নিজস্ব কাজ হতে হবে এবং অন্য কারো শিল্পকর্মের নকল হওয়া যাবে না। চলচ্চিত্রটির কোনো অংশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কপিরাইট বা স্বত্বাধিকার লঙ্ঘন করা যাবে না।   

৬। শিল্পকর্মের ব্যবহার ও গোপনীয়তা নীতি : চলচ্চিত্রটির তথ্য, ছবি এবং যে কোনো অংশ উৎসব কর্তৃপক্ষ দ্বারা উৎসবের প্রচারকাজ-সহ অন্যান্য  উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।    

৭। গোপনীয়তা ও অনুমতি : চলচ্চিত্রে প্রদর্শিত প্রত্যেক ব্যক্তির প্রদর্শনীর বিষয়ে সম্পূর্ণ সম্মতি থাকতে হবে।  প্রদর্শিত ব্য়ক্তিদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে না, তা উল্লেখ করে একটি অনাপত্তিপত্র অন্ততপক্ষে থাকতে হবে।       

৮। ক্রেডিটস: চলচ্চিত্রটিতে ব্যবহৃত যে কোনো কিছুর মালিকানা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম চলচ্চিত্রের ক্রেডিটসে সংযোজন করা বাধ্যতামূলক।

৯। ছাড়পত্রের শর্ত : সম্পূর্ণ চলচ্চিত্র এবং একই সাথে এর অংশবিশেষ ভিন্ন জাতি বা ধর্মের মানুষের জন্য অবমাননাকর হতে পারবে না অথবা অনূভূতিতে আঘাত আনতে পারবে না। চলচ্চিত্র নির্মাণের সময় দর্শকের বয়স বিবেচনা করে নির্মাণ করতে হবে যেন তা অনূর্ধ্ব ১৮ উপযোগী হয়।  

১। বয়সসীমা : এই বিভাগের জন্য কোনো নির্ধারিত বয়সসীমা নেই।

২। নির্মাণকাল : উৎসব শুরুর পূর্বের দুই বছরের ভেতর নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দুই বছরের অধিক পুরোনো চলচ্চিত্র গ্রহণযোগ্য নয়।   

৩। গল্প নির্বাচন : গল্প নির্বাচনের ক্ষেত্রে তেমন কোনো নীতিমালা নেই। তবে নির্মাতাদের প্রতি অনুরোধ,  চলচ্চিত্রের গল্পটি যেন কোনোভাবেই বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রতি এবং কোনো জাতিগত গোষ্ঠীর প্রতি অপমানজনক না হয়।  

৪।কপিরাইট ও স্বকীয়তা: চলচ্চিত্রটির মূল ভাবনা, গল্প এবং চিত্রনাট্যটি অবশ্যই নিজস্ব কাজ হতে হবে এবং অন্য কারো শিল্পকর্মের নকল হওয়া যাবে না। চলচ্চিত্রটির কোনো অংশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কপিরাইট বা স্বত্বাধিকার লঙ্ঘন করা যাবে না।      

৫। শিল্পকর্মের ব্যবহার ও গোপনীয়তা নীতি : চলচ্চিত্রটির তথ্য, ছবি এবং যে কোনো অংশ উৎসব কর্তৃপক্ষ দ্বারা উৎসবের প্রচারকাজ-সহ অন্যান্য  উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।    

৬। গোপনীয়তা ও অনুমতি : চলচ্চিত্রে প্রদর্শিত প্রত্যেক ব্যক্তির প্রদর্শনীর বিষয়ে সম্পূর্ণ সম্মতি থাকতে হবে।  প্রদর্শিত ব্য়ক্তিদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে না, তা উল্লেখ করে একটি অনাপত্তিপত্র অন্ততপক্ষে থাকতে হবে।       

৭। ক্রেডিটস: চলচ্চিত্রটিতে ব্যবহৃত যে কোনো কিছুর মালিকানা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম চলচ্চিত্রের ক্রেডিটসে সংযোজন করা বাধ্যতামূলক।

৮। ছাড়পত্রের শর্ত : সম্পূর্ণ চলচ্চিত্র এবং একই সাথে এর অংশবিশেষ ভিন্ন জাতি বা ধর্মের মানুষের জন্য অবমাননাকর হতে পারবে না অথবা অনূভূতিতে আঘাত আনতে পারবে না। চলচ্চিত্র নির্মাণের সময় দর্শকের বয়স বিবেচনা করে নির্মাণ করতে হবে যেন তা অনূর্ধ্ব ১৮ উপযোগী হয়। 

১। চলচ্চিত্র নিবন্ধন: নিবন্ধনের প্রক্রিয়াটির ধাপ দুইটি। প্রথমত, আমাদের সাবমিশন পোর্টালে চলচ্চিত্রটি জমা দিতে হবে। জমা দিতে ভিজিট করুন: festival.cfsbangladesh.org

২। ভিডিও ফাইল প্রেরণ: নিবন্ধন ফর্মটি পূরণের পর আপনার চলচ্চিত্রের জন্য একটি ইউনিক রেজিস্ট্রেশন কোড (Unique registration code) পাবেন। আমাদের ঠিকানায় আপনার পাঠানো ডিভিডি (DVD) এবং তার প্যাকেজের ওপর রেজিস্ট্রশন কোডটি অবশ্যই উল্লেখ করতে হবে। 

৩। প্রেরণ খরচ: আপনার চলচ্চিতের ডিভিডি (DVD) কপি নিজ খরচে উৎসব কর্তৃপক্ষের কাছে পাঠাতে  হবে। যে কোনো কারণে কর্তৃপক্ষ প্যাকেজটি ফেরত পাঠানোর প্রয়োজন বোধ করলে ফেরতের খরচ কর্তৃপক্ষ বহন করবে। 

৪। অনলাইন ফাইল ট্রান্সফার: “ভিডিও ফাইল সাবমিশন” অনলাইনেও করা যাবে। এ ক্ষেত্রে গুগল ড্রাইভ/ভিমিও/ড্রপবক্স/উই ট্রান্সফার (Google Drive/Vimeo/Dropbox/We Transfer) ইত্যাদি মাধ্যমে চলচ্চিত্রটির ডাউনলোডেবল লিংক (Downloadable link) পাঠাতে হবে। কিন্তু এ প্রক্রিয়ায় যাওয়ার পূর্বে অবশ্যই যথাযথ নিয়মে অনলাইন চলচ্চিত্র নিবন্ধন সম্পন্ন করতে হবে।  

৫। ভিডিও ফরম্যাট: সকল চলচ্চিত্র ডিভিডি/ব্লু রে/ডিজিটাল হার্ড ড্রাইভ ফরম্যাটে প্রদর্শন করা হবে। আমরা ১৬এমএম (16mm) অথবা ৩৫এমএম (35mm) প্রিন্ট গ্রহণ করি না।

৬। সাবটাইটেল : চলচ্চিত্রের মূল ভাষা বাংলা অথবা ইংরেজি না হলে অবশ্যই ইংরেজি সাবটাইটেল যোগ করা জরুরী। এ ছাড়া, ইংরেজি ভাষার চলচ্চিত্রের ক্ষেত্রেও পর্দায় সাবটাইটেল সহায়ক ভূমিকা পালন করে থাকে।

৭। শিশু-নির্মাতাদের ক্ষেত্রে ডিভিডি বার্নিং সংক্রান্ত সমস্যা: ভিডিও প্রিন্টে কোনো সমস্যার সৃষ্টি না হলে, আমরা সাধারণত ডিভিডি ফরম্যাটে বার্ন করা চলচ্চিত্র নিতেই বেশি উৎসাহী। যদি ভিডিওর সর্বোচ্চ মান নিশ্চিত হওয়ার ক্ষেত্রে ডিভিডি ভিডিও ফরম্যাট কোনো সমস্যার সৃষ্টি করে, সে ক্ষেত্রে চলচ্চিত্রটির অরিজিনাল ফরম্যাটে যেমন mpeg, mp4, avi, mov ইত্যাদি ডেটা ডিভিডি (Data DVD)-তে বার্ন করতে হবে।

৮। টিজার ও ট্রেলার: আপনার চলচ্চিত্রের ছোট টিজার (Teaser), ট্রেলার (Trailer), নির্মাণ দৃশ্য (Making of the film) অথবা এরকম অন্যান্য ভিডিও’র প্রতি আমরা উৎসাহী। এরকম ভিডিও এবং ছবি থাকলে তা আপনার চলচ্চিত্রের সাথে পাঠাতে ভুলবেন না।

৯। বিবিধ সংযোজন: আপনার চলচ্চিত্রের যেকোনো স্মরণিক, যেমন –পোস্টার, ডিভিডি কভার ইত্যাদি থেকে থাকলে, তা ডিভিডির সাথে পাঠানোর অনুরোধ করা হচ্ছে। উৎসব চলাকালীন সময়ে সেগুলো উৎসব প্রাঙ্গণে প্রদর্শিত হতে পারে।

Fees

We have a simple policy: NO ENTRY FEE, NO SCREENING FEE.

We do not pay any screening fee. Also, do not charge any entry fee. Our festival is totally non-commercial and runs with a very minimum budget.

Frequently Asked Questions

I want to know

© 2024 Children's Film Society Bangladesh

This website is designed & supported by Hootum Bangladesh Limited

Log in with your credentials

Forgot your details?