উৎসবটির ৬ষ্ঠ দিন ৪রা ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১১টায়, দুপুর ২টায় ও বিকেল ৪টায় ও সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। সকাল ১১টায় ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের মুক্তিযুদ্ধের গল্প শুনাতে অন্তরঙ্গ আড্ডায় অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) বীর প্রতীক কাজী সাজ্জাত আলী জহির, মোঃ মাশরুকুল হক এবং মারুফা মাশরুক।