৩১ জানুয়ারি ২০২১ রবিবার সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের স্ক্রিপ্ট রাইটিং এর উপর কর্মশালা নেন চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি, এসময় তিনি চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, সন্ধ্যা ৬টায় আমন্ত্রিত ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের সাথে আড্ডায় মাতেন প্রথম বাংলাদেশী নারী মাউন্ট এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। উৎসবের এই দ্বিতীয় দিনে শওকত ওসমান মিলনায়তনে মোট ২৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দর্শকরা চলচ্চিত্র দেখতে আসেন এবং চলচ্চিত্রগুলো উপভোগ করেন।