উৎসবটির ৪র্থ দিন ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সকাল ১১টায়, দুপুর ২টায়, বিকাল ৪টায়, সন্ধ্যা ৬টায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১১টায়, দুপুর ২টায়, বিকাল ৩টায় ক্ষুদে চলচ্চিত্র নিরমাতাদের ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এছাড়া বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হয়।
সকাল থেকে সব বয়সী দর্শনার্থীদের ভিড় দেখা যায় উৎসব প্রাঙ্গণে। শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ, বিকাল গড়িয়ে এলে অভিভাবকরা নিয়ে আসেন তাদের শিশু সন্তানদের, বিনামূল্যে উপভোগ করেন বিভিন্ন দেশের চলচ্চিত্র।
আজ ২রা ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় চলচ্চিত্র নির্মানের উপর ক্ষুদে চলচ্চিত্র নির্মাতাদের কর্মশালা নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও আয়োজক কমিটির নির্বাহী সদস্য আবীর ফেরদৌস মুখর এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আড্ডায় ক্ষুদে নির্মাতাদের সাথে যুক্ত হয়েছিলেন কন্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক, এসময় ক্ষুদে চলচ্চিত্র নির্মাতা জানান অর্ণব ও সুনিধির সাথে আড্ডায় অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।