ঐশীর চোখে আমাদের উৎসব
বন্ধু টুশির কাছে প্রথম শোনা সিএফএসের কথা। চলচ্চিত্রের প্রতি আগ্রহ ঐশীর পুরোনো। তবে তার বয়সী কেউ যে নিজ হাতে চলচ্চিত্র তৈরি করতে পারে, সে সম্পর্কে ধারণা ছিল না তার। পরে মনে ভাবনা, "এবার ফেস্টে আমার ফিল্ম যাওয়া চাই!" যেই ভাবনা, সেই কাজ! সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে জমা পড়লো তার প্রথম ফিল্ম “বন্ধুতা”। সহজ-সরল বন্ধুত্বের ছোটবড়