1901357_10152698064249021_9044003903966899019_n

ব্রেকিং নিউজ !!! ব্রেকিং নিউজ !!!

আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসব টানা ৭ বছর ধরে আয়োজিত হয়ে গেলেও এবারই প্রথম উৎসব প্রাঙ্গনে পাওয়া যাচ্ছে পপকর্ন আর পেপসি। উৎসবে বসে মাল্টিপ্লেক্সের আনন্দ দিতে এবারই প্রথম উদ্যোগ নেয় উৎসবের স্বেচ্ছাসেবকরা। পপকর্ণ আর পেপসি খেতে খেতে আন্তর্জাতিক মানের অসাধারণ সব সিনেমার স্বাদ পাওয়া যাবে শুধুই এবারের শিশু চলচিত্র উৎসবে 🙂

উৎসবের তৃতীয় দিন। উৎসব শুধু পাবলিক লাইব্রেরীতেই যেন না, ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে। রাজনৈতিক অস্থিরতার কারনে যদিও এবার শুধু দুটি বিভাগীয় শহরে উৎসব আয়োজিত হচ্ছে, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উৎসব সম্পর্কে অজস্র জিজ্ঞাসা দেখলেই অনুমান করা যায় , মানুষ উৎসব নিয়ে কতটা আনন্দিত।

10943684_10152698009169021_131542927702946448_n

উৎসব শুধু একটি ভেন্যুতেই হচ্ছে না, উৎসবের স্বেচ্ছাসেবকরা ঢাকা ও সিলেটের মোট ৭ টি ভেন্যুতে উৎসব এর বিভিন্ন কাজ করে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতায় পুরো দেশ ঘুমালেও সিএফএসের ভলান্টিয়ার টিম কিন্তু এখনো সতেজ!

উৎসবের জাকজমকপূর্নতা ছড়িয়ে পড়ছে সব ভেন্যুগুলোতে আর তাই উঠে আসছে দেশের প্রধান দৈনিকগুলোতে, আর নিজেদের উৎসব সবাই দেখছে, দেখার পর কার না এমন আনন্দ হয়!

10259844_10152698064429021_2979712902665389935_n (1)

আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসব যেন শুধুই চলচিত্রের উৎসব না , এ যেন এক প্রাণেরও উৎসব। উৎসবকে ঘিরে যারা কাজ করছেন সবাই স্বেচ্ছাসেবক, সবাই তাদের ভালোলাগা থেকে চিল্ড্রেনস ফিল্ম সোসাইটি আর আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবের সাথে জড়িত। সবার মাঝেই যেন গড়ে উঠে এক হৃদ্যতা। এই উৎসবটি যেন প্রাণের উৎসব হয়ে দাড়িয়েছে! সবার মাঝেই এক নির্মল বন্ধুত্ব গড়ে উঠেছে 🙂

Ahona (1)-compressed

সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে উৎসব। সাম্নের মুহুর্ত গুলো আরো অসাধারণ হয়ে উঠবে। উৎসবের এই অসাধারণ মুহুর্তগুলোকে মিস করতে না চাইলে কালই চলে আসুন আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবে 🙂 আশা করি , ভালো কাটবে উৎসবের প্রতিটি মুহুর্ত 🙂

This Blog is Made with ভালোবাসা By CFS , For CFS