ফিল্ম সাবমিশনের নিয়মাবলী

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ যাত্রা শুরু হয় ২০০৩ সালে। প্রতিবছর বিশ্বব্যাপী মুলত শিশুদের জন্য এবং শিশুদের দ্বারা নির্মিত চলচ্চিত্র, স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্র, প্রামান্যচিত্র ইত্যাদি প্রদর্শন করে থাকে। বর্তমানে এটি বাংলাদেশে শিশুদের জন্য আয়োজিত মানসম্মত বিপুল জনপ্রিয় উৎসব।

এদেশের শিশুকিশোরদের নিকট চলচ্চিত্রের জগতকে নতুনভাবে উপস্থাপন করা এবং চলচ্চিত্রের মাধ্যমেই বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলোর সংস্কৃতি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়া এই উৎসবের প্রধান উদ্দেশ্য। এছাড়া চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত প্রাথমিক ধারণা তৈরির মাধ্যমে বিষয়ে শিশুদের আগ্রহী করে তোলার পাশাপাশি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে একইসাথে একটি শক্তিশালী, আনন্দদায়ক শিক্ষনীয় মাধ্যম হিসেবে চলচ্চিত্রকে পরিচিত করে দেয়াও উৎসবের অন্যতম লক্ষ্য।

 

বাছাই প্রক্রিয়া

উৎসব কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বাছাই কমিটিই চলচ্চিত্র বাছাই এর কাজটি করে থাকে। বাছাই এর ক্ষেত্রে যে বিষয়গুলোতে লক্ষ্য রাখা হয় সেগুলো হল:

১। চলচ্চিত্রের শৈল্পিক মান।

২। ছবিটি ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য উপযোগী কিনা।

৩। বাংলাদেশের ধর্মীয় সামাজিক প্রেক্ষাপটে ছবিটি যথাযথ কিনা।

বাছাই কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং বাছাই কমিটি ছবি বাছাই সম্পর্কিত সবরকম জবাবদিহিতার ঊর্ধ্বে অবস্থান করে। উল্লেখ্য, বাছাই প্রক্রিয়ায় জাতি, লিঙ্গ, ধর্ম, বর্ণ, বয়স কিংবা রাজনৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে কোনরূপ বৈষম্যের সুযোগ নেই।

প্রদর্শনী সংখ্যা

একটি ছবি পুরো উৎসব জুড়ে সারাদেশে একাধিকবার দেখানো হয়। মূল উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো থেকে বাছাইকৃত কিছু নির্দিষ্ট চলচ্চিত্র নিয়ে পরবর্তীতে দেশব্যাপি একটি ভ্রাম্যমান চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হতে পারে।

 

পুরস্কার

 

শিশু চলচ্চিত্র নির্মাতা পুরষ্কার (বাংলাদেশ):

বাংলাদেশী শিশু চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই পুরষ্কার সংরক্ষিত।

১। শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদক, সনদপত্র এবং নগদ ২৫,০০০ টাকা।

২। দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদক, সনদপত্র এবং নগদ ১৫,০০০ টাকা।

৩। তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদক, সনদপত্র এবং নগদ ১০,০০০ টাকা।

৪। দুটি বিশেষ পুরষ্কার: পদক এবং সনদপত্র

 

শিশু চলচ্চিত্র নির্মাতা পুরষ্কার (আন্তর্জাতিক):

বিদেশী শিশু চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই পুরষ্কার সংরক্ষিত।

১। শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদক, সনদপত্র।

 

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার:

এই পুরষ্কারটি শিশুদের জন্য নির্মিত আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোর জন্য সংরক্ষিত।

১। শ্রেষ্ঠ পরিচালক: পদক, সনদপত্র।

২। শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: পদক, সনদপত্র।

৩। শ্রেষ্ঠ সংক্ষিপ্ত চলচ্চিত্র: পদক, সনদপত্র।

 

তরুণ বাংলাদেশী নির্মাতা পুরষ্কার:

১৯২৫ বছর বয়সী বাংলাদেশী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই পুরষ্কারটি সংরক্ষিত।

১। তরুণ চলচ্চিত্র নির্মাতা পুরষ্কার: পদক, সনদপত্র।

 

সামাজিক চলচ্চিত্র পুরষ্কার:

অনুর্ধ্ব ২৫ বছর বয়সী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নির্ধারিত বিষয়ের উপর নির্মিত চলচ্চিত্রের জন্য এই পুরষ্কারটি সংরক্ষিত।

১। সামাজিক চলচ্চিত্র পুরষ্কার: পদক, সনদপত্র এবং বিশেষ সুযোগ-সুবিধাসমূহ।

 

সিদ্ধান্তসমূহ

  • প্রতিযোগিতার বিভাগসমূহে সর্বাবস্থায় উৎসব আয়োজকদের দ্বারা মনোনীত বিচারকগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  • যদি কোন ফিল্মের নিবন্ধনে প্রদত্ত যোগাযোগ নম্বর বা ইমেইলে যোগাযোগের পরে কোনরূপ জবাব না পাওয়া যায় তাহলে সেই নিবন্ধিত ফিল্মটি বাছাই তালিকা থেকে বাদ পড়ে যাবে।

 

বিভাগসমূহ

উৎসবে চলচ্চিত্রের যে বিভাগগুলো থাকবে:

. বিদেশী ছবি: শিশুদের জন্য তৈরী সমসাময়িক আন্তর্জাতিক চলচ্চিত্র
. বাংলাদেশী ছবি: শিশুদের জন্য তৈরী বাংলাদেশী চলচ্চিত্র
. ফ্ল্যাশব্যাক: শিশুদের উপযোগী ক্লাসিক চলচ্চিত্র
. বিশেষ চলচ্চিত্র: প্রতিবন্ধী সংখ্যালঘু শিশুদের জন্য/উপর তৈরী চলচ্চিত্র
: প্রতিযোগিতা বিভাগ:

. শিশু চলচ্চিত্র নির্মাতাদের বিভাগ

  • অনুর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশি শিশু নির্মাতাদের ছবি এ বিভাগে প্রতিযোগিতা করতে পারবে।
  • বিষয় নির্বাচনে কোন বাধ্যবাধকতা নেই বরং মনের যেকোন কল্পনা কে চলচ্চিত্রে রূপ দেয়া যাবে। তবে শিশুদের সাথে সম্পর্কিত বিষয়ে ছবি বানাতে আমরা উৎসাহিত করি যদিওবা ছবির বিচারকার্যে সেটি মৌলিক কোন প্রভাব ফেলে না।
  • এ বিভাগের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে অনুর্ধ্ব ২০ মিনিট
  • সকল ছবিই নির্ধারিত বাছাই কমিটি দারা নির্বাচিত হবে।
  • পরবর্তীতে উৎসবে গঠিত জুরি বোর্ড দ্বারা মনোনীত ৫টি ছবিকে পুরষ্কৃত করা হবে।

 

. তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের বিভাগ

  • ১৯২৫ বছর বয়সী তরুণ বাংলাদেশি নির্মাতাদের ছবি এ বিভাগে প্রতিযোগিতা করতে পারবে।
  • বিষয় নির্বাচনে কোন বাধ্যবাধকতা নেই বরং মনের যেকোন কল্পনা কে চলচ্চিত্রে রূপ দেয়া যাবে। তবে শিশুদের সাথে সম্পর্কিত বিষয়ে ছবি বানাতে আমরা উৎসাহিত করি যদিওবা ছবির বিচারকার্যে সেটি মৌলিক কোন প্রভাব ফেলে না।
  • এ বিভাগের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে অনুর্ধ্ব ২৫ মিনিট
  • সকল ছবিই নির্ধারিত বাছাই কমিটি দারা নির্বাচিত হবে।
  • পরবর্তীতে উৎসব কমিটি কর্তৃক আদিষ্ট জুরি বোর্ড দ্বারা মনোনীত ১টি ছবিকে পুরষ্কৃত করা হবে।

 

. সামাজিক চলচ্চিত্র বিভাগ

প্রতিবছর এই বিভাগের জন্য নির্ধারিত বিষয়টির উপরেই ছবি বানাতে হবে।

  • অনুর্ধ ২৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতাগণ এই বিভাগে প্রতিযোগিতা করতে পারবেন।
  • গল্প বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত বিষয়কে মূল ভাবনায় রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।
  • এ বিভাগের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৈর্ঘ্য হতে হবে অনুর্ধ্ব ২০ মিনিট
  • জ্যেষ্ঠ নির্মাতা সমালোচকদের নিয়ে গঠিত একটি বিচারক প্যানেল এই বিভাগ থেকে ১টি ছবিকে সেরা সামাজিক চলচ্চিত্র হিসেবে পুরষ্কৃত করবেন।
  • পুরষ্কৃত চলচ্চিত্রটিকে পদক এবং সনদ দেয়া হবে।

 

. আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগ

  • যে কোন দেশের যে কোন চলচ্চিত্র নির্মাতা এই বিভাগে প্রতিযোগিতা করতে পারবেন।
  • গল্প বাছাইয়ের ক্ষেত্রে কোনরূপ বাধ্যবাধকতা নেই। তবে শিশুদের সাথে সম্পৃক্ত বিষয় বাছাইয়ে আমরা উৎসাহিত করে থাকি। যদিও তা ফিল্ম এর বিচারকার্যে মৌলিক কোন প্রভাব ফেলে না।
  • নির্বাচক দল কর্তৃক নির্বাচিত বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম শর্টফিল্ম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাকিগুলো শুধু প্রদর্শনীর উদ্দেশ্যে অংশগ্রহণ করবে
  • দেশ দেশের বাইরের জ্যেষ্ঠ নির্মাতা সমালোচকদের নিয়ে একটি বিচারক প্যানেল গঠিত হবে; যারা একটি ফিচার ফিল্ম একটি শর্টফিল্মকে পুরষ্কৃত করবেন

 

নিয়মকানুন যোগ্যতা (মৌলিক)

বাংলাদেশি শিশু নির্মাতাদের তৈরি চলচ্চিত্র:

. বয়সসীমা: সর্বোচ্চ ১৮ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করতে পারবে
. তৈরীর সময়: জানুয়ারি ২০১৫ সালের পূর্বে তৈরি কোন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারবেনা অংশগ্রহণকারী চলচ্চিত্র অবশ্যই জানুয়ারি ২০১৫এর পরে নির্মিত হতে হবে

. গল্প নির্ধারণ: ছবির গল্পের জন্য কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা থাকবেনা তবে গল্প অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কিংবা ইতিহাসবিকৃতি অংবা কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর প্রতি অবমাননাকর হতে পারবেনা

. স্বত্ব ও মৌলিকতা: মূলভাবনা, গল্প, স্ক্রিপ্ট চিত্রনাট্য অন্য কারও কাজ থেকে অনুকরণ; কিংবা স্বত্ব লঙ্ঘন করা যাবেনা
৫. বিষয়বস্তুর গোপনীয়তাঃ উৎসব কর্তৃপক্ষ ভবিষ্যতে ছবির ফুটেজ ও তথ্য প্রচারমূলক উপাদান হিসেবে ব্যবহার করতে পারবে।
. গোপনীয়তা অনুমতি: ছবিতে যাদের চেহারা বা কন্ঠ ব্যবহার হবে তাদের অনুমতি সাপেক্ষে তা দেখাতে হবে, এবং তা প্রদর্শনের বিরুদ্ধে নূন্যতম কোন প্রকার অভিযোগ না আসবার নিশ্চয়তা থাকতে হবে।
. কৃতজ্ঞতা স্বীকারোক্তি: ছবিতে কোন স্বত্বসংরক্ষিত বস্তু অনুমতি সাপেক্ষে ব্যবহার হলে অবশ্যই তার কৃতজ্ঞতা বা সম্মাননা উল্লেখ করতে হবে
. সেন্সরশিপ: পুরো ছবি কিংবা এর কোন অংশে এমন কোন বিষয়বস্তু থাকতে পারবেনা যা কোন জাতি, গোষ্ঠী কিংবা গোত্রের মানুষকে মানসিকভাবে আঘাত প্রদান করে ছবিতে এমন কোন বিষয়বস্তুও তুলে ধরা যাবেনা না যা অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য অনুপযোগী

 

তরুণ বাংলাদেশি নির্মাতা পুরষ্কার:

. বয়সসীমা: এই বিশেষ বিভাগটি শুধুমাত্র তরুণ বাংলাদেশি নির্মাতাদের তৈরি শর্টফিল্মের জন্য যাদের বয়স ১৯২৫ বছর
. তৈরীর সময়: জানুয়ারি ২০১৫ সালের পূর্বে তৈরি কোন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারবেনা অংশগ্রহণকারী চলচ্চিত্র অবশ্যই জানুয়ারি ২০১৫এর পরে নির্মিত হতে হবে
. গল্প নির্ধারণ: ছবির গল্পের জন্য কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা থাকবেনা তবে গল্প অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কিংবা ইতিহাসবিকৃতি অংবা কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর প্রতি অবমাননাকর হতে পারবেনা

. স্বত্ব ও মৌলিকতা: মূলভাবনা, গল্প, স্ক্রিপ্ট চিত্রনাট্য অন্য কারও কাজ থেকে অনুকরণ; কিংবা স্বত্ব লঙ্ঘন করা যাবেনা
৫. বিষয়বস্তুর গোপনীয়তাঃ উৎসব কর্তৃপক্ষ ভবিষ্যতে ছবির ফুটেজ ও তথ্য প্রচারমূলক উপাদান হিসেবে ব্যবহার করতে পারবে।
. গোপনীয়তা অনুমতি: ছবিতে যাদের চেহারা বা কন্ঠ ব্যবহার হবে তাদের অনুমতি সাপেক্ষে তা দেখাতে হবে, এবং তা প্রদর্শনের বিরুদ্ধে নূন্যতম কোন প্রকার অভিযোগ না আসবার নিশ্চয়তা থাকতে হবে।
. কৃতজ্ঞতা স্বীকারোক্তি: ছবিতে কোন স্বত্বসংরক্ষিত বস্তু অনুমতি সাপেক্ষে ব্যবহার হলে অবশ্যই তার কৃতজ্ঞতা বা সম্মাননা উল্লেখ করতে হবে
. সেন্সরশিপ: পুরো ছবি কিংবা এর কোন অংশে এমন কোন বিষয়বস্তু থাকতে পারবেনা যা কোন জাতি, গোষ্ঠী কিংবা গোত্রের মানুষকে মানসিকভাবে আঘাত প্রদান করে ছবিতে এমন কোন বিষয়বস্তুও তুলে ধরা যাবেনা না যা অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য অনুপযোগী

 

বিদেশী ছবির প্রতিযোগিতা:

. বয়সসীমা: এই বিভাগে কোন নির্দিষ্ট বয়সসীমা থাকবেনা
. তৈরীর সময়: জানুয়ারি ২০১৪ সালের পূর্বে তৈরি কোন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারবেনা অংশগ্রহণকারী চলচ্চিত্র অবশ্যই জানুয়ারি ২০১৪এর পরে নির্মিত হতে হবে
. গল্প নির্ধারণ: ছবির গল্পের জন্য কোন নির্দিষ্ট বাধ্যবাধকতা থাকবেনা তবে গল্প অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কিংবা ইতিহাসবিকৃতি অংবা কোন নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর প্রতি অবমাননাকর হতে পারবেনা

. স্বত্ব ও মৌলিকতা: মূলভাবনা, গল্প, স্ক্রিপ্ট চিত্রনাট্য অন্য কারও কাজ থেকে অনুকরণ; কিংবা স্বত্ব লঙ্ঘন করা যাবেনা
৫. বিষয়বস্তুর গোপনীয়তাঃ উৎসব কর্তৃপক্ষ ভবিষ্যতে ছবির ফুটেজ ও তথ্য প্রচারমূলক উপাদান হিসেবে ব্যবহার করতে পারবে।
. গোপনীয়তা অনুমতি: ছবিতে যাদের চেহারা বা কন্ঠ ব্যবহার হবে তাদের অনুমতি সাপেক্ষে তা দেখাতে হবে, এবং তা প্রদর্শনের বিরুদ্ধে নূন্যতম কোন প্রকার অভিযোগ না আসবার নিশ্চয়তা থাকতে হবে।
. কৃতজ্ঞতা স্বীকারোক্তি: ছবিতে কোন স্বত্বসংরক্ষিত বস্তু অনুমতি সাপেক্ষে ব্যবহার হলে অবশ্যই তার কৃতজ্ঞতা বা সম্মাননা উল্লেখ করতে হবে
. সেন্সরশিপ: পুরো ছবি কিংবা এর কোন অংশে এমন কোন বিষয়বস্তু থাকতে পারবেনা যা কোন জাতি, গোষ্ঠী কিংবা গোত্রের মানুষকে মানসিকভাবে আঘাত প্রদান করে ছবিতে এমন কোন বিষয়বস্তুও তুলে ধরা যাবেনা না যা অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য অনুপযোগী

 

নিয়মকানুন ও যোগ্যতা (প্রযুক্তিবিষয়ক)

. ছবি জমা দেওয়া: পর্যায়ক্রমে দুই ধাপে ছবি জমা দিতে হবে প্রথমে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ছবি জমা দিতে হবে এর জন্য যেতে হবে festival.cfsbangladesh.org -এ।

. ভিডিও ফাইল প্রেরণ: এন্ট্রি ফর্ম পূরণের পরে ওয়েবসাইট থেকে একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে ডিভিডি খামের উপর রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে পাঠাতে হবে আমাদের ঠিকানায়
. পাঠানোর খরচ: ডিভিডি পাঠানোর খরচ অবশ্যই প্রেরককে বহন করতে হবে যদি ফেরত পাঠানো হয় তবে ফেরত পাঠানোর খরচ উৎসব কতৃপক্ষই বহন করবে

. অনলাইন ফাইল ট্রান্সফার: DROPBOX/WE TRANSFER এর মাধ্যমেও ভিডিও ফাইল পাঠানো যাবে তবে এক্ষেত্রে কোন ফাইলের সাইজ দুই গিগাবাইটের বেশি হতে পারবেনা অনলাইন ভিডিও সাবমিশনের আগে অবশ্যই এন্ট্রি ফর্ম পূরণ করে নিতে হবে

. ভিডিও ফরমেট: সব ছবি ডিভিডি/ ব্লু রে/ ডিজিটাল হার্ড ড্রাইভ ফরমেটে দেখানো হবে ছবির ভাষা যদি বাংলা বা ইংরেজি না হয় তবে তা ইংরেজি সাবটাইটেলযুক্ত হতে হবে ১৬মিলিমিটার বা ৩৫মিলিমিটার প্রিন্ট গ্রহণ করা হবেনা

. শিশু নির্মাতাদের ডিভিডি বার্নিং প্রসঙ্গে: আমরা তোমাদের ছবি ডিভিডি বার্ন করতে উৎসাহিত করি যদি তাতে ছবির প্রিন্ট নূন্যতম নষ্ট হওয়ার আশংকা না থাকে যদি প্রিন্ট নষ্ট হওয়ার আশংকা থাকে তবে ফাইলটি অরিজিনাল ফরম্যাট তথা mpeg, mp4, avi, mov ইত্যাদি ফরম্যাটে বার্ন করে দেয়া যেতে পারে।

. টিজার এবং ট্রেইলার: আমরা তোমাদের তৈরী ছবির টিজার ট্রেইলার তৈরী করতে উৎসাহিত করি যদি তোমাদের ছবির কোন টিজার, ট্রেইলার বা অন্য কোন ভিডিও তৈরি থাকে তবে তা অবশ্যই ছবির সাথে পাঠিয়ে দিতে হবে

. অতিরিক্ত সংযুক্তি: যদি ছবির সাথে কোন পোস্টার বা ডিভিডি কভার জাতীয় কিছু থেকে থাকে তবে তাও পাঠিয়ে দিতে পারবে উৎসবস্থলে সেসব প্রদর্শিত হওয়ার সম্ভাবনা থাকবে

© 2024 Children's Film Society Bangladesh

This website is designed & supported by Hootum Bangladesh Limited

Log in with your credentials

Forgot your details?