‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন ‘ এই স্লোগানে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে ১২তম আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসব। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ঢাকার উৎসবে মোট ৪টি ভেন্যুতে ৩২টি দেশে ১৭৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রথম পর্বে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্ত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে জাতীয অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
দ্বিতীয় পর্বে শওকত ওসমান মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। উপস্থিত ছিলেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটির সভাপতি ড. জাফর ইকবাল, চিলড্রেন’স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম। উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পরিচালক মোহম্মদ আবীর ফেরদৌস।
আলোচনা শেষে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা। এরপর প্রদর্শিত হয় এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র পিয়ুস পানজুয়ানি পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘৫ রুপিস’।