২০২০ সালের ৩১শে জানুয়ারি, বেশ জাঁকজমক ভাবে সমাপ্ত হয়েছিল ‘১৩ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’ এর যাত্রা, কিন্তু শুধুই মনে হয় এই তো সেইদিন। এই, “এই তো সেইদিন ” কথাটা বলেই ফেলি যখন সাত দিন নয় বরং আট দিন ব্যাপি উদযাপিত এই উৎসবের স্মৃতি ও মজাদার নানা ঘটনা স্মরনে আসে।
গতবারের উৎসবের প্রদর্শনী হয়েছিল ঢাকা শহরের ৫ টি ভেন্যুতে। চলচ্চিত্র দেখার উদ্দেশ্যে উৎসব ভেন্যুতে উপস্থিত হয়েছিল দেশের বিভিন্ন স্কুল থেকে আসা এক লাখের ও বেশি শিক্ষার্থী। সবসময়ের মতো এবারো ছিল চলচ্চিত্র প্রতিযোগিতা। ৬০ জন ছিল শিশু- কিশোর প্রতিনিধি। ১৩ তম উৎসবে ৩৯টি দেশের ১৭৩টি চলচিত্র প্রদর্শিত হয়। এছাড়া সারাদেশ থেকে ৫৩টি চলচ্চিত্রর মধ্য থেকে ৫টি চলচ্চিত্র পুরষ্কৃত হয়।
অ্যাওয়ার্ড লিস্টঃ https://www.cfsbangladesh.org/festival2020
-রাহমুমা তাসনিম