১ম দিন: শুরু হয়ে গেল ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’-এই স্লোগানে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত উৎসবে ঢাকার মোট ৬টি ভেন্যুতে ৫৮টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রথম পর্বে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে মঙ্গলবার বিকেল ৪টায় উৎসব উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত।

দ্বিতীয় পর্বে শওকত ওসমান মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। উপস্থিত ছিলেন চিলড্রেন’স ফিল্ম সোসাইটির সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, চিলড্রেন’স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম। উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পরিচালক মোহাম্মদ আবীর ফেরদৌস।

আলোচনা শেষে প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা। এরপর প্রদর্শিত হয় এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র, মারিয়া নভারো পরিচালিত মেক্সিকান চলচ্চিত্র টেসোরস।

Tags:
0 Comments

Leave a reply

© 2023 Children's Film Society Bangladesh

This website is designed & supported by Hootum Bangladesh Limited

Log in with your credentials

Forgot your details?